Cadre
Todays Visitors
4
Last 7 days Visitors
384
Total Visitors
121391

সার্চ কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা

সার্চ কমিটির আনুষ্ঠানিক ঘোষণাঃ
আজ সার্চ কমিটির কাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল। ছয় পদের জন্য যোগ্য প্রার্থী নির্বাচন ছিল এই সার্চ কমিটির কাজ। এধরণের একটি কাজ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা অত্যন্ত দুরূহ একটি কাজ। সার্চ কমিটির মেম্বারগণ এ দুরূহ কাজটিই নির্ধারিত সময়ের পুর্বেই সম্পন্ন করতে পেরেছে। তাই সার্চ কমিটির প্রত্যেককে অভিনন্দন। দূর দুরান্ত থেকে আপনারা এসেছেন, কষ্ট করেছেন, সময় দিয়েছেন- প্রাণের সংগঠনের জন্য। ছয় পদের নির্বাচিত প্রার্থীগন হলেন-
১। সভাপতি – জনাব মোঃ কামরুল ইসলাম (পুলিশ)
২। সহ-সভাপতি ১ – জনাব আহসান হাবীব (গনপুর্ত)
৩। সাধারণ সম্পাদক - জনাব সৈয়দ ইফতেহার আলী (আনসার)
৪। যুগ্ম সাধারণ সম্পাদক-১ - জনাব ড. মধুসূদন মণ্ডল (স্বাস্থ্য)
৫। কোষাধ্যক্ষ - জনাব তাপস কুমার চন্দ (আয়কর)
৬। সাংগঠনিক সম্পাদক - জনাব মোঃ গালিব হোসেন (শিক্ষা)
অভিনন্দন ছয় জনকে। যারা নির্বাচিত হননি তাদের জন্যও শুভ কামনা থাকলো।
আমাদের পরবর্তি মিটিং ১২.০৮.২০১৭ তারিখ শনিবার পুলিশ কনভেনশন হল, রমনা, বিকাল পাঁচটায়।
সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ।

CONTACT

Email: info@28bcs.org
Mobile 1: 01814947054
Mobile 2: 01819852853

ADMIN PANEL

Comments Box